আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মঙ্গলবার সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচনের জন্য সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোটকেন্দ্র গুলো খুলে দেয়া হয়েছে।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, মাহের আল-হাজিয়াদ ও হাসান আল-নুরী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে জনপ্রিয়তার দিক দিয়ে আসাদই এগিয়ে রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ভোটগ্রহণ শুরুর ১২ ঘণ্টা পর ভোট নেয়া বন্ধ করা হবে। তবে প্রয়োজনবোধে সময় আরো পাঁচ ঘণ্টা বাড়ানো হতে পারে।

কর্মকর্তারা আরো বলেন, নির্বাচনে দেশে ও বিদেশে বসবাসকারী মোট দেড় কোটি বৈধ ভোটার ভোট দিবেন। এজন্য দেশের অভ্যন্তরে ৯ হাজার ৬০০ ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এদিকে নির্বাচন বানচাল করার জন্য বিদ্রোহী গ্রুপগুলো তৎপর রয়েছে বলে জানা গেছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

(ওএস/জেএ/জুন ০৩, ২০১৪)