বিনোদন ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটে সাফল্য ছিল রীতিমত ঈর্ষনীয়।

বিদেশি কন্ডিশনে ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিস্ময় উপহার দেয় বাংলাদেশ। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দৈত্য বধ।

ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টির ফর্মেটেও সফল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তান, শ্রীলংকার মত দলকে হারিয়ে জায়গা করে নেয় এশিয়া কাপের ফাইনালে। বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিক এই সাফল্য দেখে মুগ্ধ ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। মাশরাফিদের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশকে যত দেখছি, ততই মুগ্ধ হচ্ছি। কী খেলছে ছেলেগুলো! কী প্যাশন! আহা, চোখ জুড়িয়ে যায়।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বুধবার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্বের যাত্রা। কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০১৬)