পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীকে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেন্ডাবাড়ী উপজেলা গঠন সংক্রান্ত প্রস্তাব প্রেরণ কমিটির আহবায়ক ডা. মাছুদার রহমান সুস্পষ্ট মতামতসহ প্রস্তাবনাটি ইউএনও’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

এ সময় কমিটির অপর দু’সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও হাসানুজ্জামান খান ফারুক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু, আ’লীগ নেতা মুনছুর আলী, আনিছার রহমান মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান, সদস্য সচিব আমিনুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ২০০৮ সালের ২৪ ডিসেম্বর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভেন্ডাবাড়িকে নতুন উপজেলা করার প্রতিশ্রুতি দেন। ওই প্রতশ্রুতি বাস্তবায়নে ভেন্ডাবাড়ি উপজেলা গঠনের লক্ষে মন্ত্রী পরিষদ বিভাগ, নিকার অধি শাখা, ঢাকার ২০১৫ সালের ১০ জুন ৪৬(২০০) তারিখে জারিকৃত পরিপত্র এবং উপজেলা পরিষদ আইন-২০০৯ অনুসরন করতঃ সুষ্পষ্ট মতামতসহ পুর্ণাঙ্গ প্রস্তাব দাখিলের জন্য রংপুর জেলা প্রশাসক ০৩/১২/২০১৫ইং তারিখের ০৫.৫৫.৮৫০০.০১১.১২.০১৩.১৫-৫৩১(২) স্মারকের প্রেক্ষিতে পীরগঞ্জের ইউএনও ৩ সদস্যের ভেন্ডাবাড়ি উপজেলা গঠন সংক্রান্ত প্রস্তাব প্রেরন কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক হলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সদস্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তা। ওই কমিটি ১০০ দিনের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ (নিকার শাখা) এর ২৪/১০/২০০৪ মপবি/নিকার/১(৩)/২০০৪/১৮৫(২৫০)নং স্মারক ও মন্ত্রী পরিষদ বিভাগ (নিকার শাখা) এর ১০/০৬/২০১৪ এর ০৪.০০.০০০০.২১২.০৬.০০১.১৪.৪৬ (২০০)নং স্মারকে জারিকৃত পরিপত্রের আলোকে ভেন্ডাবাড়িকে নতুন উপজেলা গঠনের লক্ষে সুষ্পষ্ট মতামতসহ প্রস্তাবনা পেশ করেন।

প্রস্তাবনায় উল্লেখ করা হয় জাতীয় সংসদের নির্বাচনী আসন রংপুর-৫, এর মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা, ১০নং বালুয়া মাসিমপুর, ১২নং মিলনপুর, ১৩নং গোপালপুর ও রংপুর-৬ পীরগঞ্জের ১নং চৈত্রকোল, ২নং ভেন্ডাবাড়ি, ৩নং বড়দরগা, ৪নং কুমেদপুর, ৬নং টুকুরিয়া ইউনিয়নসহ ৯টি ইউনিয়ন নিয়ে ভেন্ডাবাড়ি উপজেলা গঠিত হবে। নবগঠিত উপজেলার আয়তন ২৩৫.১২ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১ লাখ ৯৬ হাজার ২৮০জন। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম জানান-প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভেন্ডাবাড়ীকে নতুন উপজেলা গঠনের উদ্যোগ গ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

তাদের উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভেন্ডাবাড়ীকে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হয়। ভেন্ডাবাড়ি উপজেলা গঠন সংক্রান্ত প্রস্তাব প্রেরন কমিটির আহবায়ক ডাঃ মাসুদার রহমান জানান- ইউএনও’র সার্বিক তদারকি ও ভেন্ডাবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ নুরন্নবী রাজু, ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, ভেন্ডাবাড়ি ইউপি আ’লীগের সভাপতি আব্দুল হালিম সরকার ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় নির্দ্ধারিত সময়ের মধ্যে ভেন্ডাবাড়ি নতুন উপজেলা গঠনে সুষ্পষ্ট মতামতসহ প্রস্তাবনা তৈরী করতে সক্ষম হয়েছি।

(জিকেবি/এএস/মার্চ ১৬, ২০১৬)