স্টাফ রিপোর্টার : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০টি সোনার বারসহ নয় জনকে আটক করা হয়েছে, যারা সোনা চোরাচালান চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান আজ মঙ্গলবার সকালে জানান, সোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এদের বাইরে একই চক্রের আরেক সদস্যকে রাজধানীর পল্টন এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

উপকমিশনার মাসুদুর জানান, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন আট কেজি। সোনার বার ছাড়াও তাদের কাছ থেকে নগদ ৩৫ লাখ টাকা ও পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতরা সোনা চোরাচালানের মূল হোতা। তারা দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪)