মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার কৃষক মাঠ দিবস পালিত হয়।

সুন্দর জীবন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার উদ্যোগে প্রকল্পের সুবিধাভোগী ও এলাকার গণ্যমান্যদের নিয়ে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হেলেনা বেগম।

ওর্য়াল্ড ভিশন কর্মকর্তা ডাঃ এটিএম ফয়েজ খান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, শামছুল আলম, সুবিধাভোগী শ্যামলী রাজভর, লতিফা বেগম, সেলিনা আক্তার, ফরিদা, মমতাজ, ছালমা, আশরাফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রকল্প কর্মকর্তা ডাঃ ফয়েজ খান রাকিব জানান প্রান্তিক পর্যায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার ও দারিদ্র বিমোচন এ প্রকল্পের মূল লক্ষ্য।

(এমডি/এস/মার্চ১৬,২০১৬)