স্টাফ রিপোর্টার : গ্রাম ও শহরে যারা স্বশিক্ষিত উদ্ভাবক তারা প্রশংসার পাত্র। তবে প্রচারের অভাবে তাদের অনেক উদ্ভাবনই আলোর মুখ দেখে না। দারিদ্র এর প্রধান কারণ বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তাদের তৈরি পণ্য বাজারে নিয়ে আসতে পারলে দেশবাসীর চাহিদা পূরণ হবে। এজন্য সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেফোডিলের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য লুৎফর রহমান ও জনবিজ্ঞান ফাউন্ডেশনের মহাসচিব আইয়ূব হোসেন প্রমুখ।

(ওএস/এটিআর/মে ০৩, ২০১৪)