মেহেরপুর প্রতিনিধি :জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৬ উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল আলম প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা কমান্ডার বশির আহমেদ, পৌরবাসীর পক্ষে মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজিৈতক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর পর সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পৌর মেয়র মোতছিম বিলালাহ মতু, গনপুর্ত প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, বাবলু বিশ্বাস, সদর থানা আওয়মীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাংবাদিক রফিকুল আলম, আসকার আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা জয়নাল ও শামিম আরা হীরা প্রমুখ।

জেলা জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে।


(এমআইএম/এস/মার্চ১৭,২০১৬)