মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা জজ আদালতে বাদী ও আসামী পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। সকালে গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যা মামলার ২৬ জন আসামী হাজিরা দিতে আসলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে।

এসময় পুলিশ ৪৬ জনকে আটক করেছে। আহত নাসির (২৪), রিটু (২৬), জাহাঙ্গীরকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানায়, গত ২৩ মার্চ গজারিয়া উপজেলা নির্বাচনে সংঘর্ষ সংঘটিত হয়। বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন হত্যা মামলায় গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থক হত্যা মামলায় ২৬ জন আসামী সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পন করতে আসলে বাদী ও আসামী পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দু’গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ৪৯ জনকে আটক করে। তাদের সকলেরই বাড়ি গজারিয়ায়। বর্তমানে আদালত প্রাঙ্গনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এসএইচ/জেএ/জুন ০৩, ২০১৪)