ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি :  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস  পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে  বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,পৌর মেয়র আব্দুস ছাত্তার, ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ওসি (তদন্ত) রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ । আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।



(এনআইএম/এস/মার্চ১৭,২০১৬)