চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ। শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। পরে শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শহীদ মিনার পাদদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেজেলী লায়লা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কৃষি কর্মকতা মো. রওশন আলম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ওসি সুব্রত কুমার সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কৃষ্ণ মোহন হালদার, মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম মোজাহারুল হক, মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা, আ’লীগ নেতা মো. আব্দুল মালেক, বজলুর করিম খাকছার, শামসুজ্জোহা, আব্দুল মান্নান মুন্নাফ, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যান্যরা।




(এসএইচএম/এস/মার্চ১৭,২০১৬)