চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আনোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়েছে।

অগ্নিকান্ডে দুটি পরিবারের ৮টি বসতঘর, আসবাবপত্র, ফসলাদি, নগদ টাকা গবাদি পশু পুড়ে ১৫ লক্ষাধিক টাকার মালামার পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

স্থানীয়রা ও দমকল বাহিনী সূত্র জানায়, উপজেলা ছাইকোলা পশ্চিমপাড়ার আব্দুল করিমের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে আগুন নিমিষে ছড়িয়ে পড়ে। এতে করিমের ৩টি ঘর এবং পাশের বাড়ি আফাজ উদ্দিনের ৫টি বসতঘরসহ ঘরে রক্ষিত সব কিছু পুড়ে গেছে। এসময় আগুনে আফাজ উদ্দিনের ছেলে আনোয়ার দগ্ধ হয়েছেন। আফাজ উদ্দিনের ২টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। সব হারিয়ে পরিবার দুটি নিঃস্ব হয়েছে।

খবর পেয়ে চাটমোহর ও গুরুদাসপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সব কিছু পুড়ে যায়। দুটি পরিবারের সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছে।

(এসএইচএম/এস/মার্চ১৮,২০১৬)