মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বাবুল আখতারের বিরুদ্ধে প্রচারণায় বাধা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ এনে স্বতন্ত্রপ্রার্থী খলিলুর রহমান দর্জি বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছে।

স্বতন্ত্রপ্রার্থী খলিলুর রহমান দর্জি শহরের ইটেরপুল এলাকায় তার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার কর্মীদের বিভিন্নভাবে হয়রানী করছে বাবুল আখতারের লোকজন। বিভিন্ন স্থানে আমার পোস্টার ছিড়ে ফেলেছে। কর্মীদের মামলা হামলার হুমকি দিচ্ছে। বাবুল আখতারের লোকজন বলে বেড়াচ্ছে একজনকে হত্যা করে সেই হত্যার দায়ভার আমার এবং আমার কর্মীদের উপর চাপিয়ে দেবে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে আমার কর্মীরা।

তিনি এ সময় আরো বলেন, আমি নিজে একজন আওয়ামীলীগের কর্মী। আমার নির্বাচন নৌকার বিরুদ্ধে নয় আমার নির্বাচন নৌকার মাঝির বিরুদ্ধে। এ সময় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন দর্জিসহ তার সমর্থক ও নেতা কর্মীরা।

(এসএএস/এএস/মার্চ ১৮, ২০১৬)