মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটের বাস টার্মিনালে শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে ২টি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হলেও আরেকটি বাসের আংশিক ক্ষতি হলে শ্রমিকরা তা নিয়ন্ত্রণে আনে। বাস মালিক শ্রমিকরা এ ঘটনাকে নাশকতা দাবি করে শংকা প্রকাশ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কাওড়াকান্দি ফেরিঘাটের বাস টার্মিনালে রাখা বি.এম.এফ পরিবহণে (ঢাকা মেট্রো-ব-৩৫৩৯) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বাসটির হেল্পার রুবেল বাসটিতেই ঘুমাচ্ছিল। আগুনের তাপে তার ঘুম ভেঙ্গে গেলে ভয়াবহতা দেখে সে স্থানীয়দের ডাক দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০ টার দিক একই পরিবহণের অপর একটি বাসের পিছনের দিকের সিটে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনে।

পর পর দুইটি বাসে অগ্নিকান্ডের ঘটনায় মালিক ও শ্রমিকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। পুলিশ কর্মকর্তারাও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন।

শিবচরের কাওড়াকান্দি পুলিশ বুথের এসআই নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা এলামুল হক আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন।


(এসএএস/এএস/মার্চ ১৮, ২০১৬)