স্টাফ ‍রিপোর্টার : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রিজার্ভের টাকা চুরির ঘটনায় ড. আতিউর বলির পাঁঠা হয়েছেন। তিনি বলেন, ড. আতিউর রহমানের মতো সৎ ও বিনয়ী মানুষের পদত্যাগে কোনো সমাধান আসবে না।
 

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ড. মিজান এ মন্তব্য করেন।

সারা দেশে শিশু হত্যা-নির্যাতন রোধে খেলাঘর ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, এর আগে চার হাজার কোটি টাকা আত্মসাৎসহ একটি ব্যাংকের দেউলিয়া হওয়ার ঘটনায় কাউকে এখনো শাস্তি দেওয়া হয়নি।

মানববন্ধনে খেলাঘর ঢাকা মহানগরের বিভিন্ন শাখার কর্মীরা অংশ নেন।

সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই অর্থ ফিলিপাইনের আরসিবিসি নামের একটি ব্যাংকের কয়েকটি হিসাবে নেওয়া হয়। সেই ব্যাংক থেকে যায় দেশটির ক্যাসিনোগুলোতে বলে জানা গেছে। ফিলিপাইনের সিনেট বিষয়টির তদন্ত করছে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেন।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৬)