নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁর মহাদেবপুরে ব্যক্তি উদ্যোগে একটি শ্মশানের চুল্লি উদ্বোধন করা হয়েছে।

মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের সোনাপুকুর নামক স্থানে গনেশপুর গ্রামের মৃত সতীষ চন্দ্র হাজরার দুই ছেলে বিপদ চন্দ্র হাজরা ও বিপুল চন্দ্র হাজরার ব্যক্তিগত উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় এই শ্মশানের চুল্লি উদ্বোধন করেন, ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র।

উল্লেখ্য, মহাদেবপুর উপজেলার গনেশপুর, রসুলপুর ও পাশ্ববর্তী নওগাঁ সদর উপজেলার জালালপুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকার করার জন্য নির্দিষ্ট কোন চুল্লি না থাকায় এসব গ্রামের মৃতদেহ সৎকার করতে দূর-দূরান্তে যেতে হয়। এনিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হতে হয়েছে লোকজনকে। এ চুল্লি নির্মানের ফলে তাদের দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন গ্রাম গুলোর মানুষজন।

(বিএম/এএস/মার্চ ১৯, ২০১৬)