নিউজ ডেস্ক : নতুন এক গবেষণায় দেখে গেছে, অফিসে যে সকল কর্মীরা সময়ের আগেই পৌঁছান তাদের সহজেই বেতন বাড়ে বা প্রমোশন হয়।

পাশাপাশি যারা দেরি করে অফিসে আসেন এবং দ্রুত চলে যান তাদেরকে প্রমোশনের জন্য তাকিয়ে থাকতে হয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এ গবেষণা পরিচালিত করে।

গবেষক কাই চি ইয়াম বলেন, এটা আসলে সাংস্কৃতিক বিষয়। যারা সকাল সকাল অফিসে পৌঁছান তাদের পরিশ্রমী বলে মনে করা হয়। আর দেরিতে পৌঁছানোদের অলস মনে করা হয়।

গবেষকরা ১৪৯ জোড়া কর্মী এবং ম্যানেজারের ওপর জরিপ চালান। কর্মীদের আগে এবং পরে পৌঁছানো বিষয়ে ম্যানেজাররা কী ধরনের দৃষ্টিভঙ্গীতে দেখেন। যে সকল ম্যানেজার সকালে উঠে অভ্যস্ত হন, তবে অফিসে যারা বিলম্ব করেন তাদের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এমনকি দেরিতে যারা আসেন তাদের দক্ষতা বেশি থাকলেও যারা আগে আসেন তারাই সুবিধা পান বেশি।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪)