চাটমোহর (পাবনা)প্রতিনিধি :সুষ্ঠুও শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে চাটমোহর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। সমিতির ৮৫ জন সদস্যের মধ্যে ৮৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে সরকার রবিউল করিম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ আনিছুর রহমান পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ মোহররম হোসেন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল কাশেম লাল পেয়েছেন ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ঠান্টু ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ গোলাম মওলা পেয়েছেন ২৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাদশা মিয়া ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ৩২ ভোট। কার্যকরী সদস্য পদে মোঃ নজরুল ইসলাম ৬৬ ভোট, মোঃ আমজাদ হোসেন-(২) ৫৭ ভোট, মোঃ মিজানুর রহমান ৫৭ ভোট, মোঃ আব্দুল হাই ৫৪ ভোট, মোঃ মামুনুর রশিদ ৫৩ ভোট, মোঃ আমিনুল ইসলাম ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী মোঃ রনি হোসেন পেয়েছেন ৩৮ ভোট এবং মোঃ রুহুল আমীন পেয়েছেন ৩২ ভোট।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার রাজ্জাকুর রহমান টগর এবং দপ্তর সম্পাদক মোঃ নুরুল হক নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্টার আলহাজ্ব মো. আব্দুল হান্নান। এছাড়া নির্বাচন কমিশন সদস্য ছিলেন মো. আবুল হোসেন, মো. তোরাব আলী বিশ্বাস, আলহাজ্ব মোঃ আব্দুস সোবাহান, মোঃ আব্দুস ছামাদ শাহ্, আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, সদস্য সচিব ছিলেন মোঃ আব্দুস সালাম।

নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সম্পাদক মো. আব্দুল মালেক, সংবাদকর্মী রকিবুর রহমান টুকুন, হেলালুর রহমান জুয়েল, সম্পাদক শামীম হাসান মিলন ও সাপ্তাহিক সবুজ আলো সম্পাদক সিদ্দিক আলম সবুজ।

(এসএইচএম/এস/মার্চ২০১৬)