আন্তর্জাতিক ডেস্ক : আপনি কি একজন নারী? আপনি কি গ্রামে থাকেন? আপনার বাড়িতে কি শৌচাগার নেই? প্রকৃতির ডাকে আপনাকে যেতে হয় পার্শ্ববর্তী মাঠে? তবে এবার থেকে সাবধান হন! এই সব কটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার যখন তখন ধর্ষিত হওয়ার আশঙ্কাও কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পায়।

ভারতের উত্তরপ্রদেশে একের পর ধর্ষণের ঘটনা সে রাজ্যে নারী সুরক্ষার হালকে যখন চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ঠিক তখনই এর সঙ্গে উঠে এল আপাতদৃষ্টিতে সম্পর্কহীন সমস্যার কথা। উত্তরপ্রদেশের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সে রাজ্যে গ্রামাঞ্চলে ধর্ষণের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে তখনই ঘটেছে যখন নারীরা বাড়িতে শৌচাগার না থাকার কারণে রাতে প্রকৃতির ডাক সামলাতে বাইরে বেড়িয়েছেন।

‘ন্যাশনল ক্রাইম রেকর্ড ব্যুরো’ অনুযায়ী উত্তরপ্রদেশে গড়ে প্রতিদিন ১০টি করে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। তারমধ্যে ৬০-৬৫ ভাগ ক্ষেত্রেই ঘটনাগুলি ঘটে যখন নারীরা রাতে মল-মূত্র ত্যাগ করতে বাড়ির বাইরে বের হন।

উত্তরপ্রদেশের মানবাধিকার কমিশন গ্রামাঞ্চলে বাড়িতে শৌচাগারের অনুপস্থিতির সঙ্গে ধর্ষণের ঘটনার সরাসরি সম্পর্ক টেনেছে। সে রাজ্যের মুখ্যসচিবের কাছে এই ধরণের ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছে কমিশনের অধীনস্থ একটি বেঞ্চ।

বাড়িতে শৌচাগারের অনুপস্থিতি শুধু উত্তরপ্রদেশ নয় সারা ভারতে গ্রামাঞ্চলের এক বাস্তব সমস্যা। পুরুষ-মহিলা নির্বিশেষে মল-মূত্র ত্যাগ করতে প্রাণ হাতে নিয়েই রাতের অন্ধকারে বাড়ির বাইরে আসেন। সাপ, পোকামাকড়ের কামড় বা হিংস্র জন্তু-জানোয়ারের আক্রমণে মাঝে মাঝে এমনকি মৃত্যুর সম্মুখীন হন তারা। ধর্ষিত হতে হয় বহু নারীকে।
(ওএস/এএস/জুন ০৩, ২০১৪)