চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার ছাইকোলা ও চরনবীন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায় যায়। এতে ৭ শিশুসহ অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার দুপুরে এঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উপজেলার নবীন গ্রামের রবিউল (৫০) ও রোজিনা পারভীনকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসেন আলী (৬৫) এবং রূপা খাতুনকে (১২) কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোখলেছুর রহমানসহ শিশুসহ অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজন মো. মহসীন আলী জানান, নবীন গ্রামের রবিউল করিমের পুত্রবধুকে আনার জন্য ফৈলজানা ইউনিয়নের কুয়াবাশী গ্রামে যাচ্ছিল তারা। যাওয়ার পথে গুমানী নদীর উপরের বাঁশের সাঁকো পার হবার সময় সাঁকোর রশি ছিড়ে অন্ততঃ ২৫ জন ২০ ফুট নীচে নিচে নদীতে পড়ে যায়। তাদের আর্তচিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স. ম. আতাউর রহমান তোতা জানান, ওই সাঁকোতে এক সাথে বেশী মানুষ পারাপারের সময় রশি ছিঁড়ে সকলে মাঝ নদীতে পড়ে দুর্ঘটনা যায়।

(এসএইচএম/এএস/মার্চ ২১, ২০১৬)