মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক স্বতন্ত্র প্রার্থী। সোমবার বিকেলে শহরের ইটেরপুল এলাকার একটি ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জী।

এ সময় তিনি অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জীর সমর্থকরা ছয়না বাজারে সভা করছিলো। হঠাৎ করেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাবুল আক্তারের লোকজন খলিলুর রহমানের লোকজনের উপর হামলা চালায়। হামলায় খলিলুর রহমানের ১০ জন কর্মী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুর আলম ও মিরচাঁন হাওলাদার নামের দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো তার বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাবুল আক্তার নৌকা প্রতিক পোড়ানো ও বোমা ফোটানোর মামলা দায়ের করেন। মামলায় তার নেতাকর্মীদের জড়ানোর ফলে সবাই আত্মগোপনে রয়েছে।

এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমানকে হত্যার হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

(এসএএস/এএস/মার্চ ২১, ২০১৬)