লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এর উদ্যোগে ‘লার্নিং শেয়ারিং ও প্রজেক্ট ক্লোজ আউট বিষয়ক’ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে ও ওয়াল্ড ভিশনের কর্মকর্তা আবেদা সুলতানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, সমাজ সেবা কর্মকর্তা শামীম রেজা। অন্যান্যে বক্তব্য রাখেন এ্যাড. রোকেয়া বেগম, পৌর সচিব সিরাজুল ইসলাম, মাদ্রাসা সুপার বায়েজিদ বরকতি, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ও চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এর লোহাগড়ায় কর্মরত সৈয়দা রিতা খানম, সবনম মুস্তারী লতা, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সচিব আরব আলী, মহিলা সদস্য নাজমা খানম, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির প্রমুখ।

(আরএম/এএস/মার্চ ২২, ২০১৬)