পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি :পাথরঘাটায় সাত ইউনিয়নের নির্বাচনে ৬জন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় লাভ করে। সকল ইউনিয়নেই নিকটতম প্রার্থী ছিল বিএনপি । বিএনপি ভোট গ্রহন শুরুর ৪ ঘন্টার মধ্যে অনিয়ম ও এজেন্ট বের করে দেয়া ও প্রকাশ্যে ভোট দেয়ার অভিযোগে বর্জন করে।

পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের ৬টিতেই আওয়ামী লীগের প্রার্থী জয় লাভ করে বলে বেসরকারি ভাবে জানান হয়েছে। প্রার্থীরা হচ্ছে রায়হানপুর ইউনিয়নের মিজানুর রহমান রুপক,নাচনাপাড়া ইউনিয়নে কামরুজ্জামান মোস্তফা, চরদুয়ানী ইউনিয়নে হাফিজ উদ্দিন আহমেদ ফিরোজ,পাথরঘাটা সদর ইউনিয়নে আসাদুজ্জামান আসাদ, কালমেঘা ইউনিয়নে আকন মো.সহিদ, কাকচিড়া ইউনিয়নে মো. আলাউদ্দিন পল্টু, কাঠালতলী ইউনিয়নে মো. শহিদুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালমেঘা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান আকন মো.সহিদ তৃণমূলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন। এর আগে তাকে দল থেকে বহিস্কার করা হয়। নির্বাচনে তার নিকটবর্তী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম নাসির।

ভোট শুরুর ৪ ঘন্টার মধ্যে বিএনপি দলীয় প্রার্থীদের মধ্যে চরদুয়ানী, পাথরঘাটা ও নাচনাপাড়া ইউনিয়নের প্রার্থীরা কারচুপি, এজেন্টদের বেরকরে দেয়া ও প্রকাশ্য ভোট দিতে বাধ্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করে। ফলাফল বিশ্লেষন করে দেখা যায় ৬টি ইউনিয়নে বিএনপি‘র প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে পরাজিত হয়।







(এমএসআইকে/এস/মার্চ২২,২০১৬)