নাটোর প্রতিনিধি : রেজিষ্ট্রেশনের দাবিতে মঙ্গলবার নাটোরের সিংড়ায় নসিমন,করিমন ও ভুটভুটি মালিক-শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ সহ মানববন্ধন করে। উপজেলার চৌগ্রাম বাজারে নসিমন,করিমন ও ভটভটি মালিক-শ্রমিকরা রেজিষ্ট্রেশনের দাবিতে মিছিল ও মানববন্ধন করে। মিছিল ও মানববন্ধন শেষে তারা চৌগ্রাম রাজবাড়ি চত্বরে এক সমাবেশ করে।

আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আলতাব হোসেন, সাংবাদিক মোল্লা এমরান আলী রানা, শ্রমিক নেতা হুচেন আলী, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মুক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শ্যালো মেশিন দিয়ে তৈরি এসব গাড়ির অধিকাংশ মালিক গরীব। বিভিন্ন সংস্থা থেকে চরা সুদে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো তৈরি করা হয়। বর্তমানে নসিমন-করিমন চলাচল বন্ধ থাকায় মালিক ও শ্রমিক একদিকে কিস্তির টাকা টরিশোধ করতে পারছেন না। অপরদিকে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

(এমআর/এএস/জুন ০৩, ২০১৪)