স্পোর্টস ডেস্ক, ঢাকা : মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে শারমীন আক্তারের অপরাজিত শতকে আরবান স্পোর্টস ও কালচারাল ডেভেলপমেন্টকে ১৪১ রানে হারিয়েছে জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব।

সোমবারের অন্য ম্যাচে বিকেএসপিকে ৬ উইকেটে হারিয়েছে গুলশান ইয়ুথ ক্লাব।

সিটি ক্রিকেট ক্লাব-আরবান স্পোর্টস

বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টির কারণে ২১ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৮৯ রান করে সিটি ক্রিকেট ক্লাব।

শারমীন অপরাজিত থাকেন ১০৫ রানে। তার ৬৭ বলের ইনিংসে ছিল ১৭টি চার। রাবেয়া হায়দার অপরাজিত থাকেন ৬৬ রানে। তার ৬১ বলের ইনিংসটি সাজানো ছিল ৬টি চারে।

জবাবে ৮ উইকেটে ৪৮ রানের বেশি করতে পারেনি আরবান স্পোর্টস।

সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত থেকে। ১৩ রান করেন লাকি আক্তার। এছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে ঝুমুর সিটি ক্রিকেট ক্লাবের সেরা বোলার।

গুলশান ইয়ুথ-বিকেএসপি

বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৬৬ রান করে স্বাগতিক দল।

সর্বোচ্চ ২৫ রান করেন জিন্না আছিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে একা মল্লিকের ব্যাট থেকে। এই দুজনসহ চারজন রান আউট হয়ে বিদায় নেন।

জবাবে ১১ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ইয়ুথ।

সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ফেরদৌসি।

(ওএস/পি/জুন ০৩,২০১৪)