মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচরের কাদিরপুর ইউনিয়নে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বারের সমর্থকদের মধ্যে বুধবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। কাদিরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্বাস মুন্সী তার সমর্থকদের নিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়।

চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার পথে পরাজিত ইউপি মেম্বার প্রার্থী আবদুল জব্বার হাওলাদারের লোকজন তাদের উপর হামলা চালায়। এরই সূত্র ধরে দেশিয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন।

আহতরা হলেন মো. চান মিয়া (২২), মো. আক্কাস হাওলাদার (১৭), মো. দেলোয়ার বেপারী (৩২), মো. চান মিয়া (৪০), আবদুর রাজ্জাক হাওলাদার (৭০), আলমগীর হাওলাদার (২২), মো. সেলিম হাওলাদার (৩৫), মাহমুদা আক্তার (৩২), ইয়াছিন (১৮), আন্না বেগম (৫০), জালাল ঢালী (৫০), ফাতেমা বেগম (৫৫), মো. সজিব (২০), মো. জাকির হোসেন (৪৫), আবদুল লতিফ খান (৪৫) ময়না বেগম ( ৪৫) প্রমুখ।

আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে গুরুতর আহত ১০ জনকে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে রোগীর আত্মীয়-স্বজন দাবি করেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা জানান, কাদিরপুর গ্রামের সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এলাকা শান্ত রয়েছে।

(এএসএ/এএস/মার্চ ২৩, ২০১৬)