নাটোর প্রতিনিধি : মঙ্গলবার থেকে নাটোরে সাতদিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। নাটকের মান উন্নয়নে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই কর্মশালার আযোজন করে।

সাকাম নাট্য মঞ্চে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর অলোক মৈত্র,এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মুজিবুল হক নবী, ইঙ্গিত থিয়েটারের পরিচালক সুখময় রায়,অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, সাকামের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, নাট্য শিল্পি রফিকুল ইসলাম নান্টু ,সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাইল্যান্ডের কুলানিট নাজাইসুল নুন ও বিশ্ব ভারতী শান্তি নিকেতন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত নাট্য শিল্পি এস এম টুটুল। কর্মশালায় ২২ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছে।
(এমআর/এএস/জুন ০৩, ২০১৪)