বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আজ মঙ্গলবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের একটি মামলায় জামিন নিতে গিয়ে জামায়াত উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলামকে বিচারক জামিন না মঞ্জুর করে  জেলহাজতে প্রেরণের নিদের্শ দিয়েছেন। তিনি বড়লেখা উপজেলার  যুবলীগ কর্মী কাইয়ুম হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী। 

আদালত সুত্রে জানা গেছে, গত ২৭ মে রাতে উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা আব্দুল কাইয়ূম (৪৫) কে হত্যা করতে একই এলাকার বাসিন্দা কাজী এখলাছুর রহমান মাখন ও ওলিউর রহমান গং সিলেট থেকে ভাড়া করে আনেন জামায়াত নেতা আমিনুল ইসলাম রিপন, মুনতাজির রহমান মন্টু সহ ৬ জন সন্ত্রাসীকে। সন্ত্রাসীরা ভাড়ার শর্তমত যুবলীগ নেতা আব্দুল কাইয়ূমকে কূপিয়ে মৃত ভেবে পালিয়ে যাবার সময় এলাকাবাসী ২জন সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো সিলেটের দক্ষিন সুরমা উপজেলার রুকন আমিনুল ইসলাম রিপন ও মুনতাজির রহমান রিপন। এ ঘটনায় কাইয়ুমের বড় ভাই আব্দুল মালিক বাদী হয়ে উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক ফয়ছল ইসলাম, পৌর সভাপতি মো. খিজির ও এমাদুল ইসলামসহ ২১ জনকে আসামী করে বড়লেখা থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এমাদুল ইসলাম হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর কওে তাকে জেলহাজতে প্রেরনের নিদের্শ দেন।
(এলএস/এএস/জুন ০৩, ২০১৪)