নিউজ ডেস্ক : ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে কয়েকটি বিশেষ গান। সেগুলো নিয়ে লিখেছেন রবিউল ইসলাম জীবন

অনেক দামে পাওয়া

তিন প্রজন্মের ছয় শিল্পী—সৈয়দ আবদুল হাদী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, শফিক তুহিন, কণা ও ইমরানের স্বাধীনতা দিবসের বিশেষ গান ‘অনেক দামে পাওয়া’। লিখেছেন শফিক তুহিন, সুর ও সংগীতায়োজনে মার্সেল। ‘অনেক দামে পাওয়া তুমি, রক্ত দিয়ে কেনা/সত্য সুন্দর বাংলাদেশ মায়ের মতো চেনা’—এমন কথায় গানটি বাজারে নিয়ে এসেছে ঈগল মিউজিক। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে। আজকালের মধ্যেই অনলাইন ও বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে।

বাংলাদেশ

পাঁচ শিল্পীর গান ‘বাংলাদেশ’। শিল্পীরা হলেন লুৎফর হাসান, নির্ঝর চৌধুরী, শান, নিশীতা বড়ুয়া ও নাউমি। ‘তুমি ভোর ভোর, আলো ঘরদোর, তুমি নীলাকাশ, জোছনা/তুমি নীল নীল, তুমি গাংচিল, তুমি সুদিনের ঘোষণা/তুমি ফুল ফুল, হিজল বকুল, তুমি ঘ্রাণ অনিমেষ/তুমি তুমিই তুমি, তুমি জন্মভূমি, তুমিই প্রাণ, তুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ’। গানটির কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সংগীতায়োজনে শান। প্রকাশ করেছে গানচিল মিউজিক। শান বলেন, ‘দেশাত্মবোধক গান করাটা সব সময়ই এনজয় করি। এবারের কাজটি আরো ভালো লেগেছে। কারণ বিভিন্ন ঘরানায় পাঁচজন শিল্পী গেয়েছেন। এক গানেই আবার অ্যালবাম হচ্ছে।’



ও দেশ তোমার

‘ও দেশ তোমার সেই মমতার দরজা খুলে রেখো/আসবে আমার রক্ত জামার হারানো ভাই লাখো/যত্নে তাদের আশীর্বাদের রংটা গায়ে মেখো’—এটি সুমন কল্যাণের গাওয়া ‘ও দেশ তোমার’ গানের মুখ। লিখেছেন ইশতিয়াক আহমেদ। সুর ও সংগীতায়োজনে সুমন কল্যাণ নিজেই। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে। ভিডিও পরিচালনায় আবু তৌহিদ হিরণ। ২৫ মার্চ রাতে অনলাইনে ভিডিওটি আপলোড করা হবে। পরদিন থেকে দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে। সুমন কল্যাণ বলেন, ‘দেশ, সমসাময়িক বিষয়, বিভিন্ন দিবস ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রায়ই গান করে থাকি। এবারের স্বাধীনতা দিবসকে ঘিরে একটি গান করার পরিকল্পনা করতেই এই লিরিকটি হাতে পেয়ে যাই। গীতিকার সম্পূর্ণ ভিন্ন কনসেপ্টে গানটি লিখেছেন। আর তাই সুর করতে গিয়েও আনন্দ পেয়েছি। সবার ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে।’

অন্তরে বাংলাদেশ

নবীন গায়ক ইভান খানের গান ‘অন্তরে বাংলাদেশ’। কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। বান্দরবান ও সেন্ট মার্টিনসসহ বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর কাজ হয়েছে। নির্মাণ করেছে কারখানা প্রোডাকশন। এই গানটিকে শিরোনাম করেই নিজের প্রথম একক প্রকাশ করেছেন ইভান। অ্যালবামটি এখন বাজারে। গানটির ভিডিও আসবে ২৬ মার্চ। প্রকাশ করবে জি-সিরিজ।

ইভান খান বলেন, ‘দেশের প্রতি সব সময়ই অন্য রকম এক ভালোবাসা কাজ করে। সে ভাবনা থেকেই গানটি করা এবং এটিকে অ্যালবামের টাইটেল বানানো। গানটি উৎসর্গ করেছি মুক্তিযোদ্ধাদের।’

(ওএস/এস/মার্চ২৪,২০১৬)