স্পোর্টস ডেস্ক, ঢাকা : পুরো বিশ্ব কাতর বিশ্বকাপের উত্তেজনায়। সবাই নিজের সমর্থন ও বিশ্বকাপে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছে আবার অনেকে বিচিত্র সাজে সেজে চমকে দিচ্ছে সবাইকে। কলম্বিয়ার শহর নোবসার বাসিন্দারা বিশ্বকাপ শুরু আগে চমকে দিলেন ভেড়ার পালকে নিয়ে ফুটবল ম্যাচ খেলিয়ে।

আর ব্রাজিল এই ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ ছিল। কলম্বিয়ার জার্সি শরীরে বহন করে লড়াই করেছে একপাল ভেড়া। অপর দিকে ব্রাজিলের জার্সি পড়ে মাঠে নেমেছিল প্রতিপক্ষ দল।

এই চারপেয়ে প্রাণীর বিরল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অনেকে। প্রায় ৫০০ সমর্থক তো হবেই। সবাই উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছেন। তবে ২ সপ্তাহ অনুশীলন করাতে হয়েছে। আর ফোম দিয়ে বল বানানো হয়েছিল। গোলপোস্ট তৈরি হয়েছে কাঠের লাঠি দিয়ে।

চারপেয়ে জন্তু হলেও তাদের অবহেলা করার সুযোগ নেই। এই ম্যাচের জন্য ভেড়ার পাল বেশ পরিশ্রম করেছে। ধন্যবাদ প্রাপ্য তাদের। তবে ম্যাচের ফলাফলে কলম্বিয়া জয়লাভ করেছে। ৪-৩ গোলে তারা হারিয়েছে ব্রাজিলকে।

(ওএস/পি/জুন ০৩,২০১৪)