স্বাধীনতা মানে কী?

বিজয়ের মাস এলেই গর্জে উঠি বিজয়ের উল্লাসে!

আমার সন্তান যখন আমাকে প্রশ্ন করবে
স্বাধীনতা মানে কী? মুক্তিযুদ্ধ মানে কী? আমি কি বলবো তাকে?
ত্রিশলক্ষ প্রাণের বিনিময়ে একনদী রক্ত পেরিয়ে রক্তিম সূর্য এসেছে,
মুক্ত হয়েছে বাংলাদেশ,শুধু এটাই কী স্বাধীনতা?

স্বাধীনতা মানে কী
বীরাঙ্গনা হয়ে ক্ষুধার যন্ত্রণায় নিস্তব্ধ নিরবতা?

স্বাধীনতা মানে কী শুধুই বেঁচে থাকার জন্য জীবনের সাথে যুদ্ধ চিরকাল?
স্বাধীনতা মানে কী শুধুই একটি পতাকা, চারিদিকে সবুজ আর মধ্যেখানে লাল?

স্বাধীনতা মানে কী বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে
রিকশার প্যাডেলে ঘুরাতে হবে চাকা?
স্বাধীনতা মানে কী ম্যাক্সিমাসের মতো গ্লাডিয়েটর হয়ে বেঁচে থাকা?

স্বাধীনতা মানে কী অহর্নিশ জ্বলতে থাকা বুকের ভেতর আগুন?
স্বাধীনতা মানে কী বারেবারে হতে হবে তনুর মতো খুন?

স্বাধীনতা-স্বাধীনতা-স্বাধীনতা
আমি চাই সত্যিকারের স্বাধীনতা...
চাই নিস্তব্ধ একটি রাত, চাই নতুন একটি চাঁদ;
চাই সন্তানহারা ক্ষুধার্ত বৃদ্ধা মায়ের জন্য দু'বেলা দু'মুঠো পেট পুরে ভাত...

চাই শেকল বন্দি হোক স্বাধীনতা নামের এই পরাধীনতার হাত।