নিউজ ডেস্ক : বিশ্ব নাট্য দিবস আজ রবিবার। ১৯৮২ সাল থেকে মঞ্চ শিল্পীরা দিনটি উদযাপন করে আসছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, পথনাটক পরিষদ ও শিল্পকলা একাডেমি এ বছর উদযাপন করতে যাচ্ছে দিনটি।

রবিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ব নাট্য দিবসের শোভাযাত্রা বের হবে শিল্পকলা একাডেমির জাতীয় প্রাঙ্গণ থেকে। শেষ হবে রাজধানীর নাটক সরণির মহিলা সমিতি মঞ্চে গিয়ে। সেখানে অনুষ্ঠিত হবে নাট্যকর্মীদের প্রীতি সম্মিলন, আইটিআই বিশ্ব কংগ্রেসের ওপর তথ্যচিত্র প্রদর্শনী, বিশ্ব নাট্য দিবস বক্তৃতা, সম্মাননা, আলোচনা পর্ব, বিভিন্ন নাট্যদলের গান ও নৃত্যানুষ্ঠান।

এতে সভাপতিত্ব করবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম লীর চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।

(ওএস/এএস/মার্চ ২৭, ২০১৬)