পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :সাংবাদিকদের লাঞ্ছিত ও হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। রবিবার (২৭মার্চ) সকাল ১১টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। সাংবাদিক সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরী ,ইমাম হোসেন নাহিদ, আমিনুল হক, আমিন সোহেল, অমল তালুকদার প্রমুখ।

পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু এবারে আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে ভিজিডি ও ভিজিএফের চাল আত্মসাতের রিপোর্ট চ্যানেল আরটিভিতে প্রচারিত হয়। ওই রিপোর্ট প্রচারিত হওয়ার পর প্রায় সময় সাংবাদিক ফেরদৌস খান ইমনকে হত্যার হুমকি দেয় আলাউদ্দিন পল্টু। পরে গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলের তথ্য সংগ্রহ করতে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিক ফেরদৌস খান ইমন গেলে রাত সাড়ে ৯টার দিকে সেখানে প্রকাশ্যে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেয় আলাউদ্দিন পল্টু।

এ বিষয় ২৩ মার্চ ফেরদৌস খান ইমন জীবনের নিরাপত্তা চেয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করে যার ন¤¦র ৯৩৩। পাথরঘাটা থানা পুলিশ জানিয়েছে আদালতের অনুমতি নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মানববন্ধনে বক্তারা চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর বিচার দাবি করে পুলিশকে উদ্দেশ্যে সাংবাদিকরা বলেন, সাধারণ ডায়েরী (জিডির) আলোকে তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন। চেয়ারম্যানের উদ্দেশ্যে অতিদরিদ্রদের পাওনা স্বচ্ছ প্রক্রিয়ায় বিতরণ করার অহবান জানান।

উল্লেখ্য চেয়ারম্যানের হুমকী বিষয়ে বিভিন্নপত্রিকায় ‘ মুই কোন বাড়ির পোলা হেয়া তুই জানো ?’ শিরোনামে খবর প্রকাশিত হয়।


(এমএসআইকে/এস/মার্চ২৭,২০১৬)