স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দুই চিকিৎসক নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাদেরকে সশরীরের হাজির হয়ে আদালতে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ওই রুল জারি করেন।

অভিযুক্ত চিকিৎসক নেতারা হলেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এম এ সালাম ও মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে গয়েশ্বর বলেন সব কোর্টই এখন মুজিব কোর্টের পকেটে বন্দি।

সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে প্রথম আলোসহ জাতীয় দৈনিকগুলোকে হলফনামা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

(ওএস/এটি/ এপ্রিল ০৭, ২০১৪)