টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপ নামক সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সকাল ১১ টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

মানব বন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি রায়হান কবির রানা, টাঙ্গাইল শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও নাট্য শিল্পী ফিরোজ আহাম্মেদ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু, জোবায়েদ মল্লিক বুলবুল, কবি বিপ্লব ফারুক, বিটিভি প্রতিনিধি জে সাহা জয়, কবি-কণ্ঠশিল্পী ও মডেল মাহবুব, এলেঙ্গা সিএনজি মালিক সমিতির সভাপতি বাবুল সিদ্দিকী, প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. আল আমিন খান প্রমুখ।


(আরকেপি/এস/মার্চ২৭,২০১৬)