ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ জুন শুক্রবার সরকারি সফরে চীন যাচ্ছেন। চীনের প্রধানমন্ত্রী লি কুইয়াং’র আমন্ত্রণে ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও ব্যাপক অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হবে বলে বিবেচনা করা হচ্ছে। তার এই সফরে আগামী দিনগুলোতে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক নতুন গতিশীলতা পাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার এই সফরে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারী পর্যায়ের আলোচনা করবেন। এ ছাড়া তিনি চীনের রাষ্ট্রপতি জি জিনপিং, রাজনৈতিক পরামর্শক সভার প্রেসিডেন্ট মি য়্যু জেংসেং ও চীনের উপ-রাষ্ট্রপতি উয়াং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর চীন সফরকে সামনে রেখে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

বেইজিং যাওয়ার পথে শুক্রবার প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে ইউনান প্রদেশের কুনমিংয়ে দ্বিতীয় চীন দক্ষিণ এশিয়া প্রদর্শনীর উদ্ধোধন করবেন। ইউনান প্রদেশের গভর্নর লি জিংহ্যান’র আমন্ত্রণে তিনি সেখানে উপস্থিত থাকবেন। শনিবার দক্ষিণ কুইনিংয়ে দক্ষিণ এশিয়া বিজনেস ফোরামের একটি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

(ওএস/অ/জুন ০৩, ২০১৪)