বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ২৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়িদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে একজন হানিফ পরিবহনের চালক এবং অপর দুইজন যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি কোচের সঙ্গে জয়পুরহাট থেকে ছেড়ে আসা সালমা পরিবহনের অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হানিফ পরিবহনের সামনের ডান পার্শ্বের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হানিফ পরিবহনের চালককে তার আসন থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। হানিফ পরিবহনের অপর আসন থেকে এক নারী ও তার কোলে বসে থাকা শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ কারণে পুলিশ ধারণা করছেন নিহতরা মা ও ছেলে হতে পারেন।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে ১৫ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ওএস/এএস/মার্চ ২৮, ২০১৬)