চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় আর ই আর এম পি-২ প্রকল্পের প্রথম পর্যায়ের ১১০ জন মহিলা কর্মীদের মাঝে প্রায় ৫ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. তাহাজ্জদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যা হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিধি ছিলেন আরইআরএমপি-২ প্রকল্পের পাবনার ট্রেনিং কর্মকর্তা মতিনুর রশিদ, প্রকল্প কমস্বয়কারী কৃষিবিদ মো. হাফিজুর রহমান। তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কমিউনিটি অর্গানাইজার মো. আব্দুল খালেক।

অনুষ্ঠানে ১১০ জন নারী কর্মীর ৪ লাখ ৯৬ হাজার ৭০ টাকার চেক প্রদান করা হয়। প্রতিজন নারী কর্মী হাতে ৩৭ হাজার ২৩৭ টাকার চেক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ ।

(এসএইচএম/এএস/মার্চ ২৮, ২০১৬)