পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের এর সামনে পৌর সভার আবর্জনা ফেলার ভাগাড় নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর ও মেয়রের বিচার দাবি করেন মুক্তিযোদ্ধারা। উপজেলা নিবার্হী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছে।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরে শেখ রাসেল স্কয়ারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, ডেপুটি কমান্ডার এম.এ খালেক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. জাবির হোসেন সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন সোহরাব । শেখ রাসেল স্কয়ারে অবস্থান কর্মসুচি শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেয়া হয়। এর আগে মুক্তিযোদ্ধারা শহরে সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাথরঘাটা পৌর শহরের পুর্ব বাজারে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় জমি বরাদ্দদেয়া হয়। সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণ চলছে। ওই ভবনের সামনে পাথরঘাটা পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা জামাতের সদস্য মাহবুবুর রহমান খান আবর্জনা ফেলার জন্য ভাগাড় নির্মাণ শুরু করে।

মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। জামাত নেতার চেষ্টা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যেমন অবমাননা করা হয়েছে, তেমনি মুক্তিযোদ্ধাদেরও অবমাননা করা হয়েছে । প্রতিবাদ সভায় নির্মিতব্য ডাস্টবিন দ্রুত সরিয়ে নেয়ার দাবি করে বলেন, মেয়র ও কাউন্সিলরের বিচার করতে হবে।

পাথরঘাটা পৌর সভার আবর্জনা অপসারণ ও হস্তান্তর সংক্রান্ত কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মুনিরা ইয়ামিন খুসি ও অপর সদস্য , কাউন্সিলর মোফাচ্ছের হোসেন বাবুল জানান, কমিটির কোন সিদ্ধান্ত ছাড়াই মাহবুব খান এমন অবিবেচক কাজ শুরু করেছে।

পাথরঘাটা পৌরসভার আবর্জনা অপসারণ ও হস্তান্তর সংক্রান্ত কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান খান বলেন, ভাগাড় (ডাস্টবিনটি) তৈরী করা হয়েছিল জনস্বার্থে। কিন্তু মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করা মাত্রই তা সরিয়ে নেয়া হয়েছে।

পাথরঘাটা পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সহসভাপতি মো.আনোয়ার হোসেন আকন সাংবাদিকদের বলেন, পুর্ব বাজারে ডাস্টবিন স্থাপনের বিষয়টি আমি জানি। তবে মুক্তিযোদ্ধারা যে জায়গা নিয়ে প্রতিবাদ করছে সেটি আমার জানা নেই।


(এমএসআই/এস/মার্চ২৮,২০১৬)