ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো  উন্নতি করণ প্রকল্পের ঈশ্বরদী পৌরসভা লেভেল কো-অর্ডিনেশান কমিটির সভা মঙ্গলবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিপ-৩ প্রকল্পের কনসালটেন্ট ও ডেপুটি টিম লিডার ইঞ্জিনিয়র গোলাম মোয়াজ্জেম।

বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর কোহিনুর খান। সভায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ প্রাপ্তির ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স ৭০ ভাগ আদায়, বকেয়া বিদ্যুত বিল ৮০ ভাগ পরিশোধ, শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ মোট ৭টি মূল কার্যক্রম এবং ২৮টি সাব কার্য়ক্রমে সর্বমোট ৬৭ বুলেট পয়েন্ট অর্জনের জন্য কমিটির সকলকে আন্তরিকভাবে কাজ করার আহব্বান জানানো হয়।

সভায় ইশ্বরদী পৌরসভার সচিব, সকল কাউন্সিলার, প্রকৌশল বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, দরিদ্র জনগোষ্ঠির প্রতিনিধিসহ কমিটির ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।

(এসকেকে/এস/মার্চ২৯,২০১৬)