রাজবাড়ী প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে আজ দুপুর দুই ঘটিকায় ট্রাক ও মাহেন্দ্রের সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় মাহেন্দ্রের যাত্রী আব্দুল হাকিম (৫২) এবং লুৎফা নাহার (২৪) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লুৎফা নাহারের বাড়ী ঠাকুরগাঁও জেলার হলদিবাড়ী কমলদা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়ের আসার সময় মকবুলের দোকানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এই দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রে থাকা আরো সাত যাত্রী আহত হন। আহতদের প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তী করা হলেও পরে তাঁদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা জানয় দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

একবাস চালক বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কোন এক অদৃশ্য কারণে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া থেকে ফরিদপুর পর্যন্ত পুলিশের সামনে দিয়েই এই থ্রি-হুইলার চলাচল করছে। তিনি আরো বলেন মাঝে মাঝে বাস চালকদের আন্দোলনের মুখে দুই-চার দিন এই থ্রি-হুইলার বন্ধ থাকে তারপর আবার মহাসড়কে চলাচল করে এই থ্রি-হুইলার।

(ডিবি/এএস/মার্চ ২৯, ২০১৬)