আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের প্রস্তাবিত কোটি কোটি ডলারের আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে আরও ৮টি দেশ। এই চুক্তি কার্যকর হওয়ার জন্য এখনও ১০টি দেশের অনুমোদন প্রয়োজন হবে।

জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া ও বুরকিনা ফাসোসহ ওই ৮টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। এক বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তির খসড়া পাস হয়। এর পর সদস্য দেশগুলোর অনুমোদনের জন্য চুক্তিটি পেশ করা হয়। এ পর্যন্ত মোট ৪০টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

বিশ্বজুড়ে অবৈধ অস্ত্র বাণিজ্য বন্ধের লক্ষ্যে জাতিসংঘ এই চুক্তি প্রণয়ন করেছে। বিশ্বজুড়ে আনুমানিক ৬০ থেকে ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের অবৈধ অস্ত্র কেনাবেচা হয়।

এই চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলো বিতর্কিত অস্ত্র আমদানি-রফতানি নিয়ন্ত্রণ করবে। একই সঙ্গে অস্ত্রের দালালদেরও নিয়ন্ত্রণ করা হবে। তবে এই চুক্তি অনুযায়ী দেশের অভ্যন্তরে ব্যবহৃত অস্ত্রের ব্যাপারে জাতিসংঘকে জবাবদিহি করতে হবে না। সূত্র : এপি

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)