আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছেন।

চংকিং শহরের ইয়ানশিতাই কয়লা খনিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে শহরটির জনসংযোগ কার্যালয় বুধবার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে। এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। ওই বিবৃতিতে শুধু ‘গ্যাস দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছু বলা হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ২৮ জন কাজ করছিলেন। তাদের মধ্যে ৬ জন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কয়লা খনিগুলোর অবস্থান চীনে। তবে সম্প্রতি দেশটির কয়লা খনিগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র : এপি

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)