বগুড়া প্রতিনিধি: সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার দুপুরে বগুড়া সার্কিট হাউস সভাকক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সনদপত্র বিতরণ করেন পিআইবি’র ডিজি শাহ আলমগীর।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর।

দ্বিতীয় ও শেষ দিনে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদক্ষেপ, গণমাধ্যমে ভূমিকা ও বাংলাদেশের স্বাস্থ্যখাতে অর্থায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে।

প্রথম দিনে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশের সার্বিক স্বাস্থ্যচিত্র তুলে ধরেন। প্রশিক্ষণে সমন্বয়কারী ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহীম বগড়া ও চপল সাহা।


(এএসবি/এস/মার্চ৩০,২০১৬)