নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার ভোরে উপজেলার চিলাহাটি রেলগেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাহবুব আলম ওয়াবুল জানান, রেলগেট সংলগ্ন ফরহাদ হোসেনের বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি তার ভোরে ছিঁড়ে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়িসহ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার বাড়িসহ কাছে থাকা ১৮টি দোকান এবং দুটি বসত বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ডোমার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আবু নাসের ওয়াহেদ জানান, বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)