নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে আগামী ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৫টি ইউনিয়নের ১৭৪জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১০ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন বলে উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস থেকে ৫টি ইউনিয়নের ১৯জন চেয়ারম্যান প্রার্থী, ইউপি সাধারণ সদস্য পদে ১১৪জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনে ৪১জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউল করিম কামাল, বুড়ইল ইউনিয়নে আব্দুল মালেক, রুহুল আমীন, আলহাজ্ব আজাহারুল ইসলাম, ভাটরা ইউনিয়নে ইসাহাক সরর্দার, গোলাম সারোয়ার, তৌফিকুল ইসলাম রানা, থালতা-মাঝগ্রাম ইউনিয়নে এ্যাড. ইলিয়াস আলী, আফছার আলী, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, ভাটগ্রাম ইউনিয়নে আনোয়ারুল হক, খায়রুল ইসলাম, আলহাজ্ব শামছুর রহমান, আবুল কালাম, আব্দুস সাত্তার, জুলফিকার আলী ও গোলাম মোস্তফা।


(এমএনআই/এস/মার্চ৩১,২০১৬)