বগুড়া প্রতিনিধি: দ্বিতীয় ধাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি এবং সোনাতলা উপজেলার ৬টি ইউনিয়নে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগের রাতের ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। সকাল থেকেই ভোট প্রদানে ইউনিয়নের ভোটরা দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রে ভোটাধিকার প্রদান করেন।

বগুড়ার শিবগঞ্জে ১২টি ইউনিয়নের পরিষদ নির্বাচনের ফলাফলে ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। এর মধ্যে ময়দানহাট্টা ইউনিয়নে এসএম রূপম (আওয়ামী লীগ), কিচক ইউনিয়নে এবিএম নাজমুল কাদির চৌধুরী, (আওয়ামী লীগ) আটমূল ইউনিয়নে মোজাফ্ফর হোসেন (স্বতন্ত্র), পিরব ইউনিয়নে সফিকুল ইসলাম সফিক (বিএনপি), মাঝিহট্ট ইউনিয়নে মির্জা গোলাম হাফিজ সোহাগ (স্বতন্ত্র) বুড়িগঞ্জ ইউনিয়ন আবদুল গফুর মন্ডল, (আওয়ামী লীগ) বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম (আওয়ামী লীগ) শিবগঞ্জ ইউনিয়নে তোফায়েল আহম্মেদ সাবু (বিএনপি) দেউলি ইউনিয়ন আব্দুল হাই (স্বতন্ত্র) সৈয়দপুর ইউনিয়ন মাহমুদ হোসেন তৌফিক (স্বতন্ত্র), রায়নগর ইউনিয়নে ফিরোজ আহম্মেদ রিজু (স্বতন্ত্র) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোকামতলা ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

এদিকে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে দুই দলের ভোট চাওয়াকে নিয়ে উত্তেজনা এবং এক পর্যায়ে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লতিফুল বারি টিম এর চাচাতো ভাই মোঃ শাহিন (৩২) ছুরিকাঘাতে আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দেয়।

দুটি উপজেলার ১৮টি ইউনিয়নের ভোট গ্রহণ করা হয়েছে ১৭১টি কেন্দ্রে। নিরাপত্তায় বিজিবি সদস্যরা ছাড়াও, পুলিশ, র‌্যাব, ও আনসারকর্মীদের দেখা গেছে। এ উপজেলার ৬টি ইউপির ৫টিতে আওয়ামীলীগ প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলা শান্তিপূর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।







(এএসবি/এস/মার্চ৩১,২০১৬)