ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কুমিল্লার কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ও পাবনার স্কুল ছাত্র হাবিবুল্লাহ হাসান মিশু হত্যাকান্ডের প্রতিবাদে শুক্রবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়কে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঈশ্বরদীর খেলাঘর, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, বাংলাদেশ শিক্ষক সমিতি, পূর্ব টেংরী উচ্চ বালিকা বিদ্যালয়,সাহিত্য-সংস্কৃতি পরিষদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, পৌরসভার কাউন্সিলর, উন্মুক্ত পাঠাগার, রেলওয়ে শিল্পী গোষ্ঠি, সংস্কৃতি নিকেতন, প্রথম আলো বন্ধু সভা, সাপ্তহিক জনদাবী পত্রিকা, সাপ্তাহিক জয়পত্র পত্রিকা, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদী পত্রিকা, সাপ্তাহিক ঈশ্বরদীর কাগজ, সাপ্তাহিক জনদৃষ্টি, সাপ্তাহিক সময়ের ইতিহাস পত্রিকা, সাপ্তাহিক স্বকাল বাংলা, সাপ্তাহিক বিজয়দীপ্ত পত্রিকা।

প্রেসক্লাবের সাহিত্য-সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গি হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, জনদাবি সম্পাদক আলাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, মানবাধিকার ফাউন্ডেশনের মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সভাপিত ফজলুল হক, আওয়ামী লীগ নেতা খায়রুল কবীর লিটন, জাসদ নেতা রশীদুল আলম বাবু, খেলাঘরের উপদেষ্টা তানিয়া শবনম স্বাতী, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, উন্মুক্ত পাঠাগারের শহীদুল হক শাহীন, রেলওয়ে শিল্পী গোষ্ঠির ইসমাইল হোসেন, হ্যালো ঈশ্বরদীর সম্পাদক সুমার খান,প্রথম আলো বন্ধু সভার মাহাবুবুল হক দুদু প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী । সভায় বক্তারা অবিলম্বে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার আইনের আওতায় বিচার পূর্বক ফাঁসির দাবি জানানো হয়।

(এসকেকে/এএস/এপ্রিল ০১, ২০১৬)