ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ মাঈশা সুলতানা ইমা ‘সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬’ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগে মেধা তালিকায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

মাঈশা এবারে জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৬ প্রতিযোগিতায় রাজধানী ঢাকায় অংশ নিবেন। মাঈশা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম হোসেন খাঁন ও মুরশিদা খানমের প্রথম সন্তান।

মাঈশা জানায়, সাহস, অধ্যাবসায় ও নিয়মিত লেখাপড়া করলে আমার সকল বন্ধুই আমার মতো ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি বিশ্বাস করি। সে আরও বলেন, পড়াশুনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। বেশি বেশি অধ্যায়ন করতে হবে, তাহলেই কাঙ্খিত স্থানে পৌঁছানো ও স্বপ্ন পূরণ সম্ভব। আমার বাবা-মায়ের পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সহযোগিতা ও পরামর্শের কারণে আজ জাতীয় পর্যায়ে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি।

(এসকেকে/এএস/এপ্রিল ০১, ২০১৬)