আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন বুধবার বিকালে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। সএতে স্পিকার নির্বাচিত হতে যাচ্ছেন বিজেপি থেকে আটবার নির্বাচিত এমপি সুমিত্রা মহাজন এমনটিই আভাস পাওয়া যাচ্ছে ।

ভোটাভুটির পর আগামী শুক্রবার স্পিকারের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত হলে তিনি হবেন লোকসভার দ্বিতীয় নারী স্পীকার। এর আগে প্রথম নারী স্পীকার ছিলেন মীরা কুমার।

অধিবেশনের শুরুতেই লোকসভার নির্বাচিত এমপিরা শপথ নেবেন। অধিবেশনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জিও উপস্থিত থাকবেন। ৯ জুন তিনি ভাষণ দিবেন। এরপর দু’দিন চলবে আলোচনা। প্রেসিডেন্টকে ধন্যবাদ জ্ঞাপনমূলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মাধ্যমেই অধিবেশনের সমাপ্তি হবে। তবে অল্প কিছুদিন পরে আবার অধিবেশন শুরু হবে। সেখানে নতুন সরকার বাজেট পেশ করবেন বলে জানা গেছে।

তাছাড়া পল্লী উন্নয়নমন্ত্রী গোপীনাথ মুন্ডের আকস্মিক মৃত্যু হওয়ায় অধিবেশনে তার স্মরণে নীরবতা পালন ও শোক প্রস্তাব রাখা হচ্ছে ।

(ওএস/জেএ/জুন ০৪, ২০১৪)