স্টাফ রিপোর্টার :সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ (ইউপি)- নির্বাচনে সহিংসতা রোধে অনেক চেষ্টা করেও পুরোপুরি সফল হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাজধানীর বটমলী হোম বালিকা বিদ্যালয় মাঠে ‘সাপ্তাহিক প্রতিবেশীর’ ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইউপিতে প্রথম দুই ধাপের ভোট নিয়ে সারাদেশে সহিংসতায় অন্তত ২০ জনের প্রাণহানির প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে, ইউপি ইলেকশন এটার মধ্যে সহিংসতা … আমরা অনেক চেষ্টা করেছি, অনেকভাবে আমরা চেষ্টা করেছি। তারপরও হয়ে যায়।”

স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনে প্রতিযোগিতা অনেক বেশি মুখোমুখি হওয়ায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যা হয় বলে মনে করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “ … প্রতিযোগিতা এতই মুখোমুখি হয়, সেজন্য হয়তো এগুলোকে (সহিংসতা) কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে যায়।

“তবে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সঠিকভাবে কাজ করছে। যেখানে অসুবিধা হচ্ছে, তারা কিন্তু মাঠে গিয়ে দাঁড়াচ্ছে।”

বৃহস্পতিবারের ভোটে এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি লাগে বলে এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আমরা সর্বোপরি বলছি যে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, দেশের জনগণ বলেন, কেউ উচ্ছৃঙ্খলতা পছন্দ করেন না। সেজন্যই মোটামুটিভাবে সব জায়গায় সুন্দরভাবে ইউপি নির্বাচন শেষে হচ্ছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচনটি হচ্ছে। নির্বাচন কমিশন সবসময় বলে আসছে সুন্দর নির্বাচন হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সুর মিলিয়ে আমি বলছি, এটা সুন্দর নির্বাচন হচ্ছে। যদিও আপনাদের হিসাবে ২০ জন মারা গেছে। সংখ্যাটিতে আমার মতের কিছু অমিল আছে। আমি আর সেখানে যাচ্ছি না।”

সহিংসতা রোধের জন্য নিরাপত্তা বাহিনী যা যা করণীয় করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি।


(এমএনআই/এস/এপ্রিল০১,২০১৬)